Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় ভুয়া এনএসআই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১

আটক ভুয়া এনএসআই জয় চন্দ্র দে

ভোলা: ভোলায় জয় চন্দ্র দে (২৬) নামের এক ভূয়া এনএসআইকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাপ্তা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

এনএসআই পরিচয় দেওয়া জয় চন্দ্র দে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত হারাধন চন্দ্রের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জয় চন্দ্র দে নামের ওই ব্যক্তি নিজকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি দফতরে এবং বেসরকারি প্রতিষ্ঠান চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে আসছেন। ভোলা শহরের বাসিন্দা সেলিম মৃধা ছেলেকে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২৫ হাজার হাতিয়ে নিয়েছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ভুয়া এনএসআইর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসআর

ভুয়া এনএসআই আটক ভোলা সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর