Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজপ্রাসাদে বসে দল গঠন মেনে নেওয়া হবে না: ফজলুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০

রাজশাহীতে বিএনপির জনসভা। ছবি: সারাবাংলা

রাজশাহী: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তৃণমুলে এসে মানুষের সঙ্গে থেকে কাজ করে রাজনৈতিক দল গঠন করেন। দেখেন কেমন লাগে। রাজপ্রাসাদে বসে থেকে দল গঠন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে, পতিত ফ্যাসিবাদী ও তার দোসরদের নানামুখি ষড়যন্ত্র রুখে দিতে এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একটি দল এখন স্লোগান দিচ্ছে দুই সাপের একই বিষ নৌকা আর ধানের শীষ। সে দলের সারাদেশে ১০ ভাগ ভোট নেই। যে দল অন্যের ওপরে নির্ভরতা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনা, সেই দলের কথায় এদেশ চলতে পারেনা। সবার আগে জাতীয় সংসদ নির্বাচন হবে। এছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তত্বাবধায়ক সরকারের দাবির একটাই লক্ষ্য ছিলো জাতীয় সংসদ নির্বাচন, কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচন নয়।’

তিনি আরও বলেন, বিএনপির পঁচিশ হাজার নেতাকর্মী একসঙ্গে জেল খেটেছে। জেল থেকে জামিনে বেড়িয়ে বাড়িতে যাওয়ার সময় মিছিল দেখে আবারও মিছিলে যোগ দিয়ে পুণরায় আটক হয়েছে। পতিত সরকারকে দেশ বিতারিত করতে এবং তত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার জন্য ইলিয়াস আলীর মত বারশত নেতাকে গুম করা হয়েছে। দুই হাজার নেতাকে হত্যা এবং পঞ্চাশ লাখের ওপরে নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, বিএনপি হচ্ছে সেই দল যার কর্মীরা কোনো কিছুতেই ভয় পায় না। বিএনপি দীর্ঘ ষোল বছর সরকার পতন এবং তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। বিএনপি এই আন্দোলনের ধানের বীজ বপন করেছে, বড় করেছে, ধান পাকিয়েছে। আর সেই ধান কেটে নিয়েছে ছাত্র-জনতা ৫আগস্টের হাসিনা পতনের মধ্যে দিয়ে। আর এতেই তারা মনে করছে সব কিছু তারাই করে নিয়েছে। এটা কোনো দিনও হতে পারেনা।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, গোলাম মোস্তফা মামুন, রুকুনুজ্জামান আলম, তোফায়েল হোসেন রাজু, মাহমুদা হাবিবা, জাকিরুল ইসলাম বিকুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শাফিক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সুনতানুল আলম তারেক।

সারাবাংলা/এসআর

বিএনপি বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির সমাবেশ রাজনৈতিক দল গঠন রাজশাহী সারাবাংলা হুশিয়ারি

বিজ্ঞাপন

মেলার ২৪তম দিনে নতুন বই ৯৮টি
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর