Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুটের ঘটনায় স্ত্রীর মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৯

রোববর রাতে রাজধানীর বনশ্রীতে সোনা ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি ও ছুরিকাঘাত করে স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা – (ফাইল ছবি)

ঢাকা: রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় সোনা ব্যবসায়ী হোসেনকে গুলি করে বিপুল পরিমাণ সোনা ও এক লাখ টাকা লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর স্ত্রী হোসনেয়ারা বেগম রামপুরা থানায় এ মামলা দায়ের করেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ মামলার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী হোসনেয়ারা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এজাহারে ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া ১৬০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ডাকাতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এজাহারে।

আসামি গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্তের পর আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে সোনা ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ১৬০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সারাবাংলা/ইউজে/আরএস

রামপুরার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর