ধর্ষণসহ দেশের আইনশৃঙ্খলার অবনতিতে এমজেএফ’র উদ্বেগ
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০১
ঢাকা: দেশের অন্যতম মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) শিশু ও নারীদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। সম্প্রতি এ ধরনের সহিংসতার আশঙ্কাজনক বৃদ্ধিতে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রতিদিন আমরা ধর্ষণ এবং নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতার খবর পড়ি, এমনকি শিশুরাও রেহাই পাচ্ছে না। ঢাকা-রাজশাহী বাসে ধর্ষণের সাম্প্রতিক ঘটনাটি নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এবং প্রকাশ্য স্থানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জরুরি প্রয়োজনকে তুলে ধরে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক মাস ধরে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বার বার অনুরোধ জানিয়েছি। দুর্ভাগ্যবশত, আমরা কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখিনি বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। যেখানে নারী ও মেয়েরা যৌন হামলার ভয়ে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন।’
শাহীন আনাম বলেন, ‘আমরা দাবি করছি, এ ধরনের জঘন্য অপরাধে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনা হোক। সঠিক তদন্ত ও অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করাই সহিংসতার এমন কাজকে নিরুৎসাহিত করার একমাত্র উপায়। একটি স্পষ্ট বার্তা পাঠানো প্রয়োজন যে এই ধরনের অপরাধ সহ্য করা হবে না এবং এমন কাজে লিপ্ত যে কাউকেই বিচারের আওতায় আনা হবে।’
প্রেস বিজ্ঞপ্তিতে, এমজেএফ সমাজের সকল স্তরের মানুষ, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে একত্র হয়ে জবাবদিহিতা ও ন্যায়বিচারের দাবিতে তাদের কণ্ঠস্বর উত্থাপনের আহ্বান জানিয়েছে।
সারাবাংলা/এফএন/এইচআই