বাঙালি নবপ্রজন্মের জন্যে লন্ডনে প্রভাত ফেরি
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫২
যুক্তরাজ্য: মাতৃভাষার জন্য রক্ত দেওয়ার সমৃদ্ধ ইতিহাস বিলেতের বেড়ে ওঠা বাঙালি প্রজন্মসহ বহু ভাষাভাষী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে লন্ডনে প্রভাতফেরী অনুষ্ঠিত হয় ।
একুশের প্রভাত ফেরি আয়োজন পরিষদ লন্ডনের উদ্যোগে গত ২২ ফেব্রয়ারি সকালে লন্ডনের আলতাব আলী পার্কে শিশু-কিশোরদের অংশগ্রহণের মধ্য দিয়ে একুশের প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরিতে বিলেতের ক্রিয়াশীল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বহু রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
প্রভাত ফেরি শেষে আলতাব পার্কে শহিদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে শিশু কিশোরদের উদ্দেশে বক্তব্য দেন আয়োজক পরিষদের আহবায়ক মাহমুদ এ রউফ। পরিচালনা করেন আয়োজন পরিষদের সদস্য সচিব শাহরিয়ার বিন আলী।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, আবেদ আলী আবিদ, নিসার আহমদ, নিলুফা ইয়াসমিন হাসান, শাহিদ আলী , আহবাব হোসেন, আনসার আহমেদ উল্লাহ, নাজনীন সুলতানা শিখা, শানতু ইসলাম, জামাল আহমদ খান, আ খ ম চুন্নু , ফেরদৌসী জাহান লিপি, নুরুল ইসলাম, গোপাল দাস, মুনজেরিন রশিদ চৌধুরী, নাসিমা কাজল, সেলিনা শফি, অজন্তা রায়, সৈয়দা রওশন আরা আলী ইমন ইফতখারুল হক পপলু, সাইফুল ইসলাম খান প্রমুখ।
প্রভাত ফেরি শেষে নজরুল সেন্টারে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু কিশোর অংশ নেন।
সারাবাংলা/পিটিএম