Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় অর্ধকোটি টাকার ভারতীয় কোকেন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৮

কুষ্টিয়া: জেলার পোড়াদহ রেলস্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে এক কেজি দুইশত গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া কোকেনের আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিজিবি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বিকেল ৪টায় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তল্লাশি করে ট্রেনের নিচে বিশেষভাবে রাখা মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি দুইশত গ্রাম কোকেন উদ্ধার করা হয়। জব্দ হওয়া কোকেনের আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর