‘শহিদ সেনা দিবস ঘোষণা করেছি, বিচারও দ্রুত হবে’
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৭ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৬
ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা অফিসারের পরিবারের সদস্যদের দুটি দাবি ছিল। এরমধ্যে একটি দাবি শহিদ সেনা দিবস ঘোষণা করে আজ পালনও করেছি। তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তাদের তদন্তের পর আশা করছি এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত হবে। যারা দোষী তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহিদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দ্রুত বিচারের জন্য আমরা কমিশন গঠন করেছি। তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে। সঠিক বিচারের জন্যই এই কমিশন গঠন করা হয়েছে।’
এর আগে, মঙ্গলবার সকালে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বজন ও রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান উপদেষ্টার প্রতিনিধি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানরা।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দফতরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।
সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
পিলখানা হত্যাকাণ্ডের বিচার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী