Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২০ ইবি শিক্ষার্থী আহত

ইবি করেসপনডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৬

ক্যাম্পাসে ফেরার পথে উলটে যায় বাস

কুষ্টিয়া: কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উলটে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটির চালক ও হেলপার পলাতক আছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল, ইবি চিকিৎসাকেন্দ্র ও বাজার সংলগ্ন ডিনপেনসারিগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে সকাল ১০টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি দ্রুত গতিতে চলছিল। এ সময় সামনে থাকা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে রাস্তার নিচে পড়ে যায় বাসটি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। অনেকেই আহত হয়েছেন। ১২ জন আহতকে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে আসা হয়। এর মধ্যে আট জনকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়া হয়েছে। চার জন একটু বেশি আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার কাজ চলছে। আমি আছি এখানেই। কারও উচ্চতর চিকিৎসার প্রয়োজন পড়লে বাইরে পাঠানো হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

ইবি শিক্ষার্থী আহত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর