ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাসের বিরুদ্ধে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৩
নোয়াখালী: সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নোয়াখালীতে ঘরে ঢুকে গৃহবধূ তাসলিমা বেগম রোজিকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীকে দ্রুত চিহিৃত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
প্রথমে চৌমুহনী মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে চৌরাস্তায় অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তারা।
‘ধর্ষকদের ঠিকানা এ বাংলায় হবে না’, ‘আমার বোন রাস্তায় মরে প্রশাসন কী করে’, ‘দড়ি লাগলে দড়ি নাও ধর্ষকদের ফাঁসি দাও’-সহ বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার মূখ্য সংগঠক ফরহাদুল ইসলাম, বেগমগঞ্জ কৃষি ইন্সটিটিউটের ভিপি রায়হান, বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র প্রতিনিধি সিয়াম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র প্রতিনিধি তানকির।
বক্তারা বলেন, সারাদেশে যে সন্ত্রাসী কার্যক্রম চলছে সেটি নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে। কোথাও সাধারণ মানুষের নিরাপত্তা নেই। এখন সেই স্বৈরাচার আমলের মতো চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীন হতে পারিনি। দ্রুত সময়ের মধ্যে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সারাবাংলা/এনজে