Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পুলিশের ২ এসআই

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৪

আহত দুই পুলিশ সদস্য। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বারেক বিল্ডিং মোড়ের পরিত্যক্ত একটি জায়গায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন, ডবলমুরিং থানার দুই উপপরিদর্শক (এসআই) আহলাদ ইবনে জামিল ও এসআই নজরুল ইসলাম। এরমধ্যে আহলাদ ইবনে জামিল আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে আছেন।

আটক দুই ছিনতাইকারী হলেন, জুয়েল ও তারেক।

পুলিশ জানায়, বারেক বিল্ডিং মোড়ের পরিত্যাক্ত ওই জায়গা ছিনতাইকারীদের গোপন আস্তানা ছিল। পুলিশ গোপন সূত্রে জানতে পেরে ওই আস্তানায় ডাকাতি ও ছিনতাইয়ের অর্থ ভাগ-ভাটোয়ারা করছিলেন ছিনতাইকারীরা। এ ছাড়া ছিনতাইয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন তারা। তথ্য পেয়ে ছিনতাইকারীদের ওই আস্তানায় অভিযান চালান পুলিশের ওই দুই কর্মকর্তা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে তাদের ধরে ফেললে তারা ওই পুলিশ সদস্যদের ছুরিকাঘাত করেন। পরে ওই অন্য পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘ পুলিশের কাছে তথ্য ছিল মনির, মেহেদী, রাজু, জুয়েল, তারেকসহ আরও কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এবং লুট করা অর্থ ও জিনিস ভাগ-ভাটোয়ারা করছে। সে তথ্যের ভিত্তিতে ওই দুই পুলিশ সদস্য এখানে এসেছিলেন। ছিনতাইকারীরা ওই দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করেন তারা।’

বিজ্ঞাপন

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠাই। তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে। জুয়েল ও তারেক নামে দুজনকে আমরা আটক করেছি। এটা একটি পরিত্যাক্ত জায়গা। এখানে একটি টিনের ঘরকে তারা আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল। পাশেই নির্মাণাধীন একটি ভবনেও তাদের আস্তানা আছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

সারাবাংলা/আইসি/এমপি

আহত চট্টগ্রাম পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর