দেশে এই প্রথম ‘সারাবাংলা’ নিয়ে এলো নিউজ ওটিটি
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৭
ঢাকা: দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল ‘সারাবাংলা’ দেশে এই প্রথম চালু করেছে নিজস্ব ওটিটি (ওভার দ্য টপ) অ্যাপ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে সারাবাংলার ওটিটি অ্যাপটি।
অ্যাপটির সেবা পাওয়া যাবে মোবাইল ফোন এবং অ্যান্ড্রয়েড টেলিভিশনে। এর মাধ্যমে পাঠকরা সারাবাংলা’র ওয়েব পেজের পাশাপাশি ওটিটিতেও দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ ও ভিডিও কনটেন্ট সহজেই উপভোগ করতে পারবেন। অ্যাপটি ব্যবহারের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না। অর্থাৎ পাঠকরা সম্পূর্ণ বিনামূল্যে এটি ব্যবহার করতে পারবেন।
গত ৩ ফেব্রুয়ারি, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে সারাবাংলা’র স্টল উদ্বোধনের সময়, সারাবাংলা’র সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক নতুন এই প্ল্যাটফর্মের ঘোষণা দেন।
তিনি বলেন, এবারের বইমেলাকে কেন্দ্র করে সারাবাংলা বাংলাদেশের প্রথম ওটিটি নিউজ প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করছে। যার মাধ্যমে দেশি-বিদেশি আপডেট ভিডিও নিউজ ও কনটেন্টগুলো দর্শক সহজেই দেখতে পারবেন।
আ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন- গুগল প্লে স্টোর
ওয়েবে দেখতে ক্লিক করুন- ওয়েব লিংক
সারাবাংলা/এনজে