চুরির সময় চিনে ফেলায় নোয়াখালীতে নারীকে কুপিয়ে হত্যা
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৫
নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে চুরি করার সময় চোরকে চিনে ফেলায় তাসলিমা বেগম রোজি (৫৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার আসামি মো. ওবায়দুল হক তারেক (৩৫) আদালতে হত্যার কথা স্বীকার করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম।
এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা বেগম রোজি ওই বাড়ির আমিন আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে রোজির ঘরে চুরি করতে ঢোকে একই গ্রামের তারেক। এ সময় রোজি দেখে ফেললে পরে তাকে ঘরের ভিতরে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায় তারেক। পরে রোজির চিৎকার শুনে বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় মেঝেতে তাকে পড়ে থাকতে দেখতে পায়। পরে রোজিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই আহসান উল্যাহ জসিম বাদী হয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সুধারাম মডেল থানায় মামলাটি দায়ের করেন।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম আরও বলেন, মামলার একমাত্র আসামি জালিয়াল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. তারেককে (৩৫) দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ১৬৪ ধারার জবানবন্দিতে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সারাবাংলা/এনজে