দেশে অপারেশন ডেভিল হান্টে একদিনে গ্রেফতার ৬৩৯
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২২
ঢাকা: সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ১৮ দিনে গ্রেফতার হলো ৯ হাজার ৬৯৫ জন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছেন ৯৯৯ জন।
এ সময় অপারেশন ডেভিল হান্টে পুরাতন বিদেশি পিস্তল, একটি এলজি, একটি পিস্তলের, একটি শটগানের সীসা কার্তুজ, একটি করে চাপাতি ও বটি এবং দুইটি ছোঁড়া উদ্ধার করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এরই ধারাবাহিকতায় দেশ অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু হয়।
সারাবাংলা/এমএইচ/এমপি