কোপা ডেল রে
৮ গোলের রোমাঞ্চে জিতল না বার্সা-অ্যাটলেটিকোর কেউই
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২০
কোপা ডেল রের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই স্প্যানিশ জায়ান্ট। দুই গোলে পিছিয়ে পরেও দুর্দান্ত ফিরে আসায় প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সহজ জয়ে দ্বারপ্রান্তে ছিল বার্সেলোনা। তবে শেষ ৭ মিনিটের নাটকে জয়বঞ্চিত হয়েছে কাতালানরা। ৮ গোলের রোমাঞ্চে ৪-৪ ব্যবধানের ড্র নিয়েই খুশি থাকতে হয়েছে দুই দলকে।
অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১ মিনিটের মাথায় বার্সাকে চমকে দিয়ে লিড নেয় অ্যাটলেটিকো। লেংলেটের অ্যাসিস্টে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ৫ মিনিট পরেই লিড দ্বিগুণ করে অ্যাটলেটিকো। এবার বার্সার জালে বল জড়িয়েছেন আতোইন গ্রিজমান। ম্যাচের ৬ মিনিটের মাথায় ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সা।
ম্যাচে ফিরতে মরিয়া বার্সা এরপর ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবেই। ১৯ মিনিটে এক গোল শোধ করেন পেদ্রি। ২ মিনিট পর রাফিনহার অ্যাসিস্টে গোল করে ম্যাচে সমতা ফেরান পাউ কুবারসি। হাফ টাইমের ঠিক আগে বার্সাকে লিড এনে দেন ইনিগো মার্টিনেজ। ৩-২ গোলের লিড নিয়েই বিরতিতে যায় কাতালানরা।
৭৪ মিনিটে লামিন ইয়ামালের পাসে বল পেয়ে বার্সার হয়ে চতুর্থ গোল করে লেভানডস্কি। ৪-২ গোলে সহজ জয়ের দিয়ে এগিয়ে যাচ্ছি বার্সা। তবে অ্যাটলেটিকো সেটা হতে দেয়নি। ৮৪ মিনিটে ব্যবধান কমান লরেন্টে। ৯৩ মিনিটে ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে বার্সাকে হতাশায় ডুবিয়ে সমতা ফেরান সোরলথ।
শেষ পর্যন্ত ৪-৪ গোলের ড্রয়ে শেষ হয়েছে প্রথম লেগ। আগামী ২ এপ্রিল অ্যাটলেটিকোর মাঠে হবে সেমির দ্বিতীয় লেগ।
সারাবাংলা/এফএম