চ্যাম্পিয়নস ট্রফি
‘গ্রুপ অফ ডেথে’ সেমিতে ওঠার কার কী সমীকরণ
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৩
চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘এ’তে সেমিফাইনালিস্ট নিশ্চিত হলেও গ্রুপ ‘বি’তে চলছে রোমাঞ্চকর লড়াই। রাওয়ালপিন্ডিতে গতকালের দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর এই লড়াই আরও জমে উঠেছে। আজ বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড-আফগানিস্তান। চলুন দেখে নেওয়া যাক এই গ্রুপ থেকে সেমিতে যেতে কোন দলকে কী করতে হবে।
দক্ষিণ আফ্রিকা
২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার উপরে আছে দক্ষিণ আফ্রিকা। সেমিতে যাওয়ার রাস্তাটা তাদের জন্য সবচেয়ে সহজ। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই সেমি নিশ্চিত হবে তাদের। অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডকে হারিয়েও দেয়, তাও ভালো রানরেটের সুবাদে শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাবে প্রোটিয়ারা। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার রান রেট +২.১৪০।
দক্ষিণ আফ্রিকার অবশ্য বাদ পড়ার শঙ্কাও রয়েছে। ইংল্যান্ড নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে ও অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে আফগানদের হারালে বাদ পড়বে দক্ষিণ আফ্রিকা। আফগানরা যদি নিজেদের শেষ দুই ম্যাচ জেতে, তাহলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাঝে রান রেটে এগিয়ে থাকা দলই যাবে সেমিতে।
অস্ট্রেলিয়া
দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে আফগানদের হারালেই সেমিতে পৌঁছে যাবে অজিরা। হারলেও থাকছে সেমিতে যাওয়া সুযোগ। তবে রান রেটে দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশ পিছিয়ে থাকা অজিদের জন্য ব্যাপারটা বেশ কঠিন হবে। এই মুহূর্তে অজিদের রান রেট +০.৪৭৫।
ইংল্যান্ড বাকি দুই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা যাবে সেমিতে। অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচ হারলে দক্ষিণ আফ্রিকা ও তাদের মাঝে একজন যাবে সেমিতে। অস্ট্রেলিয়া যদি আফগানদের বিপক্ষে ৩০১ রান তাড়া করতে নেমে ১ রানেও হারে, তবুও দক্ষিণ আফ্রিকাকে বাদ পড়তে কমপক্ষে ৮৭ রানে হারতে হবে।
ইংল্যান্ড
ইংল্যান্ডের ভাগ্য এখনো আছে নিজেদের হাতেই। ১ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড নিজেদের শেষ দুই ম্যাচ জিতলেই চলে যাবে সেমিতে। তবে দুই ম্যাচের একটিতে হারলেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
আফগানিস্তান
নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারা আফগানদের সামনেও আছে সেমিতে যাওয়ার সুযোগ। শেষ দুই ম্যাচ জিতলেই সেমিতে চলে যাবেন তারা। ইংল্যান্ডের বিপক্ষে জয় ও অজিদের বিপক্ষে ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, ৩ পয়েন্ট নিয়েও সেমিতে পৌঁছে যেতে পারেন তারা। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। তাহলেই কেবল নেট রান রেটে আফগানরা প্রোটিয়াদের পেছনে ফেলে সেমিতে চলে যাবে।
সারাবাংলা/এফএম
অস্ট্রেলিয়া আফগানিস্তান ইংল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফি দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল