Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০

ভর্তি পরীক্ষার ওএমআর। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাধারণ ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই বিজ্ঞপ্তিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান-তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে গুচ্ছ পদ্ধতিতে। এই ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য আগামী ৫ মার্চ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১৫০০ টাকা। যা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফির সঙ্গে যোগ হবে। আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৫ মার্চ দুপুর ১২টা থেকে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না।

আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রের তালিকা থেকে আবেদনকারী একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন। পছন্দ করা কেন্দ্রই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আবেদনের সময়সীমা শেষে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

এই কেন্দ্রগুলো হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে শীত
১৭ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬

দূষিত শহরের তালিকার পঞ্চম ঢাকা
১৭ ডিসেম্বর ২০২৫ ১০:১৯

আরো