Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি-ফাইভ ভিসার পরিবর্তে ‘গোল্ড কার্ড’
৫০ লাখ ডলারে মার্কিন নাগরিকত্ব বিক্রি করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৭

‘গোল্ড কার্ড’ এর মাধ্যমে মার্কিন নাগরিকত্ব কিনতে পারবেন বিনিয়োগকারীরা

মার্কিন নাগরিকত্ব পেতে হলে গুনতে হবে ৫০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার বেশি)। মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-ফাইভ ভিসার পরিবর্তে ৫০ লাখ ডলারের একটি ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এই গোল্ড কার্ড দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পাওয়া যাবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নতুন এই নীতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সাংবাদিকদের জানান, গোল্ড কার্ড ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। এতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সৃষ্টি হবে।

বিদ্যমান ইবি-ফাইভ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হয়ে থাকে।

ট্রাম্প বলেন, ‘আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আর সে কার্ডের মূল্য ধরা হবে ৫০ লাখ ডলার। এটি আপনাদের গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি (মার্কিন) নাগরিকত্ব পাওয়ার একটি পথ হতে যাচ্ছে। ধনী ব্যক্তিরা এই কার্ডটি কিনে আমাদের দেশে আসবেন।’

দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন না ট্রাম্প। তবে কীভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি।

সারাবাংলা/এসডব্লিউ

ইবি-ফাইভ ভিসা গোল্ড কার্ড ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকত্ব যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

গ্র্যাজুয়েট কেয়া পায়েল
১ মার্চ ২০২৫ ১৫:১৫

আরো

সম্পর্কিত খবর