Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত যুবক

মেহেরপুর: জেলার গাংনী উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে হৃদয় হোসেন (২৪) নামে একজন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে নিহত হৃদয় হোসেনের পক্ষের লোকজন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরগোয়াল গ্রাম ও রামনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত হৃদয় চরগোয়ালগ্রামের দিনমজুর শাহাদত হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চরগোয়াল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের অবস্থান রামনগর ও চরগোয়াল গ্রামের মাঝে মাঠের মধ্যে। চার-পাঁচ দিন আগে রামনগর গ্রামের মিরাজুল ইসলাম ওরফে মিরা নামের এক ব্যক্তি ট্রাক্টর ট্রলি নিয়ে মাঠে যায়। ট্রলি ঘোরাতে গিয়ে গোরস্থানের গেরে কিছু অংশ ভেঙে যায়। গেটের ক্ষতিপূরণের দাবিতে চরগোয়াল গ্রামের লোকজন বুধবার দুপুরে রামনগর গ্রামের বাজারে যায়। এক পর্যায়ে ট্রাক্টর ট্রলির চাবি কেড়ে নেয় চরগোয়াল গ্রামের কয়েকজন। এ সময় জান্নাত অটো নামের একটি দোকানে বসে মিমাংসার আলোচনা চলচিল।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন চরগোয়াল গ্রামের হৃদয় ও জান্নাত অটোর মালিক জান্নাত আলীসহ আরও কয়েকজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বামন্দীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

এ খবর পেয়ে চরগোয়াল গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে গিয়ে জান্নাত অটোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। এতে দুটি মোটরসাইকেল ও দোকানের সব কিছু পুড়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

দুই গ্রামবাসীর সংঘর্ষ নিহত ১ মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর