Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
১৭৭ রানের ঝড়ে জাদরানের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭

ইতিহাস গড়া সেঞ্চুরি করেছেন জাদরান

বাঁচা মরার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন আফগানরা। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়, এমন সমীকরণকে সামনে রেখে জ্বলে উঠলেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন তিনি। ইংলিশদের বিপক্ষে তিন অংক ছুঁয়ে জাদ্রান গড়েছেন বেশ কয়েকটি রেকর্ডও।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে আফগানদের হয়ে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জাদরান। চ্যাম্পিয়নস ট্রফিতেও গড়লেন নতুন রেকর্ড। আজকের দুর্দান্ত এই ইনিংসের সুবাদে এই টুর্নামেন্টে আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরির মালিক হলেন তিনি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত জাদরান প্যাভিলিয়নে ফিরেছেন ১৭৭ রানে। ওয়ানডেতে আফগানদের হয়ে এটাই সর্বোচ্চ স্কোর। জাদরান ভেঙেছেন নিজের গড়া রেকর্ডই। ২০২২ সালে শ্রীলংকার বিপক্ষে তার করা ১৬২ রানই এতদিন ছিল ব্যক্তিগত সর্বোচ্চ।

কিছুদিন আগে এই লাহোরেই ইংলিশ ওপেনার বেন ডাকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১৬৫ রান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটি ছিল ব্যক্তিগত সর্বোচ্চ। জাদরান আজ ভেঙে দিলেন সেটাও। তার গড়া ১৭৭ রানের ইনিংসই এখন এই টুর্নামেন্টে সবার উপরে।

পাকিস্তানের মাটিতে জাদরানের ইনিংসটি ৫ম সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ। ১৯৯৬ সালে আরব আমিরাতের বিপক্ষে করা দক্ষিণ আফ্রিকান ব্যাটার গ্যারি কার্স্টনের করা ১৮৮ আছে সবার উপরে।

সারাবাংলা/এফএম

আফগানিস্তান ইব্রাহিম জাদরান চ্যাম্পিয়নস ট্রফি

বিজ্ঞাপন

শেষ বেলায়ও জমেনি মেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩

আরো

সম্পর্কিত খবর