Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পালটে গেল ‘বঙ্গবন্ধু সেতু’ ও ‘বঙ্গবন্ধু টানেল’র নাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০১

যমুনা সেতু ও কর্নফুলী টানেল। ফাইল ছবি

ঢাকা: টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর নির্মিত ‘বঙ্গবন্ধু সেতুর’ নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই সেতু যমুনা নদীর নামেই ‘যমুনা সেতু’ হিসেবে পরিচিত হবে। অন্যদিকে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলের নামকরণ করা হয়েছে কর্ণফুলী টানেল। এটির নাম আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের আওতাধীন সেতু কর্তৃপক্ষের নির্মিত দুটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা বহুমুখী সেতুটি উদ্বোধন করা হয়। ওই সময় সেতুটির নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু সেতু’। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধন করা হয়।

সারাবাংলা/পিটিএম

নাম পরিবর্তন বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু সেতু

বিজ্ঞাপন

‘ভারতকে কঠোর বার্তা দিন’
১৩ এপ্রিল ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর