Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৭

মশাল মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা

খুলনা: সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে শেষ হয়।

মিছিল থেকে শিক্ষার্থীরা ‘নিরাপত্তা চাই,’ ‘নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘ছিনতাই-ডাকাতি বন্ধ করো, বন্ধ করো’, ‘জননিরাপত্তা নিশ্চিত করো’ এমন স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘সম্প্রতি সারাদেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে।’ তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুন্না হোসেন বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা অনেকাংশে দায়ি। দায় এড়ানোর প্রবণতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রবলভাবে লক্ষ্যনীয়। তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে ক্রমশই অবনতি ঘটবে। সাধারণ মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব না। তাই প্রশাসনের উচিত বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচার নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’

চলমান দেশব্যাপী জননিরাপত্তাহীন পরিস্থিতির কথা উল্লেখ করে ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, ‘দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।’

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।’

সারাবাংলা/এইচআই

খুবি খুলনা মশাল মিছিল

বিজ্ঞাপন

শেষ বেলায়ও জমেনি মেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩

আরো

সম্পর্কিত খবর