Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরব আমিরাতে হেরে গেল ‘বিদ্রোহী বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩২

প্রথম ম্যাচে আমিরাতের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

গত এক মাস ধরেই বাংলাদেশ নারী ফুটবল দল রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৮ ফুটবলারের ‘বিদ্রোহ’ দলকে নিয়ে গিয়েছিল খাদের কিনারায়। বিদ্রোহী ফুটবলারদের বাদ দিয়েই আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল পিটার বাটলারের দল। সাবিনা-ঋতুপর্ণাদের ছাড়া বাংলাদেশ সফর শুরু করল হার দিয়েই। প্রথম প্রীতি ম্যাচে আরব আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

গত ৩০ জানুয়ারি সিনিয়র ১৮ ফুটবলার কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুশীলন বয়কট করে। এরপর নানা নাটকের পর অবশেষে অনুশীলনে ফিরেছেন তারা। তবে খেলতে রাজি হলেও বিদ্রোহী ফুটবলারদের ছাড়াই আরব আমিরাত সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন বাটলার।

বিজ্ঞাপন

সাবিনাদের ছাড়া অপেক্ষাকৃত দুর্বল একাদশ নিয়েই আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে খেলতে নেমেছিল বাংলাদেশ। নিয়মিত একাদশের ফুটবলারদের অভাবটা হাড়েহাড়েই টের পেয়েছে দল। প্রথমার্ধে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। তবে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। বাংলাদেশের হয়ে পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক আফঈদা খন্দকার।

শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আরব আমিরাতের হয়ে জোড়া গোল করেছেন জর্জিয়া। আরেকটি গোল আসে এলিজাবেথের পা থেকে।

আগামী ২ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় প্রীতি ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

আরব আমিরাত বাংলাদেশ নারী ফুটবল দল

বিজ্ঞাপন

তেঁতুলিয়ায় ২ সমন্বয়কে বহিষ্কার
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর