চ্যাম্পিয়নস ট্রফি
‘আফগানিস্তানকে আর কখনোই কেউ হালকাভাবে নেবে না’
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৩
হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়, এমন সমীকরণকে সামনে রেখে লাহোরে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান-ইংল্যান্ড। রোমাঞ্চকর এক লড়াইয়ে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল আফগানরা। ম্যাচ শেষে আফগান কোচ জোনাথন ট্রট বলছেন, এই ম্যাচের পর আফগানদের আর কেউ কখনো হালকাভাবে নেবে না।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছিলেন তারা। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আফগানদের সামনে। ইব্রাহিম জাদরানের রেকর্ড ১৭৭ রানের সুবাদে ৩২৪ রানের পুঁজি পায় আফগানরা। এই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড জয়ের বন্দরে প্রায় পৌঁছেই গিয়েছিল। জো রুটের দুর্দান্ত এক সেঞ্চুরি বিফলে গেলে শেষ ওভারে গিয়ে ৮ রানের জয়ের উল্লাসে মাতে আফগানরা। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ইংল্যান্ড।
দারুণ এক জয়ের পর আফগান কোচ ট্রট জানালেন, আফগানদের এখন আগের চেয়েও সমীহ করবে বাকিরা, ‘অতীতে আমাদের বিপক্ষে ম্যাচ মানেই ‘সহজ জয়’ ভাবতেন সবাই। কিন্তু এই ফরম্যাটে, এমন কন্ডিশনে সেটা বদলে গেছে। এখন থেকে প্রতি ম্যাচে আমাদের বাড়তি সমীহ করবে প্রতিপক্ষ। আমরা সব ম্যাচে জয়ের জন্য মাঠে নামি। অস্ট্রেলিয়াও আমাদের হালকাভাবে নেবে না।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে অজিদের মুখোমুখি হবে আফগানরা। সেই ম্যাচে জিতলেই ইতিহাস গড়ে সেমিতে পৌঁছে যাবেন তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাসের কোনো কমতি থাকবে না বলেই বিশ্বাস ট্রটের, ‘আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে অনেকবার খেলেছি। আমরা তাদের মোকাবেলা করতে প্রস্তুত। এখন আপাতত ইংল্যান্ডের বিপক্ষে জয়টাই উপভোগ করব। এরপর অস্ট্রেলিয়াকে নিয়ে ভাবা যাবে।’
ইংল্যান্ডের বিপক্ষে এমন জয় অনেকদিন মনে রাখবে আফগান সমর্থকরা, বিশ্বাস ট্রটের, ‘এটা দল ও সমর্থকদের জন্য দারুণ একটা মুহূর্ত। এই রাতটা কেউ ভুলবে না। আইসিসি টুর্নামেন্টে এরকম মুহূর্ত খুব কমই এসেছে আমাদের। এটা আমাদের সামনেও অনেক আত্মবিশ্বাস যোগাবে।’
সারাবাংলা/এফএম