নোয়াখালীতে ডেভিল হান্টে ১৮ দিনে গ্রেফতার ১১৫
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৬
নোয়াখালী: নোয়াখালী জেলায় ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ নিয়ে গত ১৮ দিনে ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বেগমগঞ্জ থানা থেকে দুইজন ও কোম্পানীগঞ্জ, কবিরহাট ও চরজব্বর থানা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ।
গ্রেফতাররা হলেন, বেগমগঞ্জ উপজেলার আবুল হাসান বাবুল (৪০), আব্দুল ওয়াব (২৬), কোম্পানীগঞ্জ উপজেলার ইব্রাহীম খলিল ছোটন (৩৯), কবিরহাট উপজেলার ওমর ফারুক পাভেল (৩৮) ও চরজব্বর থানার আবুল কাশেম (৫৭)।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত ১৮ দিনে ১১৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সারাবাংলা/এনজে