Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ফুয়াদ, সম্পাদক সজীব

রাবি করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ফুয়াদ রাতুল এবং সাধারণ সম্পাদক সজীব আলী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ রাতুলকে সভাপতি এবং রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংগঠনটির ১৭তম কাউন্সিল বৈঠকে এই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

বিজ্ঞাপন

১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে ১১ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন- আতিক আজমাইন, মারুফ হাসান জিসান, শ্রেয়সী উদীপ্তি, মমিনুল হক, মো. আশিকুর রহমান, রঞ্জু শেখ, মিজানুর রহমান, মো. নিশাদুজ্জামান আকাশ, মোহাম্মদ মিনহাজ প্রামাণিক মুন্না, মুনতাসির তাসিন ও সাজ্জাদুজ্জামান নাবিল।

কাউন্সিল বৈঠকে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনকে ব্যয়বহুল করে তোলা ও আসন কমানোর মাধ্যমে উচ্চ শিক্ষা সংকোচন, আবাসন সংকট নিরসন না করে শিক্ষার্থীদের জিম্মি করে রাখাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামকে অভিবাদন জানান।

এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘এক সংকটময় মুহুর্তে আমরা এই কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করেছি। দেশের যেকোন সংকটে শিক্ষার্থীরাই সবসময় অগ্রগামী ভুমিকা পালন করেছে। এই ভূমিকা পালন করতে গিয়ে যুগে যুগে বীরকন্যা প্রীতিলতা, বেগম রোকেয়া, জাহানারা ইমাম, ক্ষুদিরাম, সূর্যসেন, আবু সাঈদ, আনাসদের মত বীরদের জন্ম হয়েছে। আমরা তাদেরই উত্তরসুরি। শিক্ষার সামগ্রিক সংকটে রাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

আহ্বায়ক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর