Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: শ্রম উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯

নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

ঢাকা: নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, তিনি (সেনাপ্রধান) কোনো কথা না বুঝে বলেননি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

 শ্রম উপদেষ্টা বলেন, সেনা প্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন কী আপনারা জানুন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, আমি যতটা ওনাকে চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের ওপর বলার মতো লোক। সো আই হ্যাভ এ লট অব রেসপেক্ট ফর হিম। তিনি (সেনা প্রধান) কি বলেছেন, না বলেছেন সে ব্যাখ্যা আমি দিতে পারব না। সেটা তিনিই দিতে পারবেন।

প্রধান উপদেষ্টাকে তিনি যেভাবে সম্বোধন করেছেন সে প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে এ বিষয়টি এড়িয়ে গিয়ে সাখাওয়াত হোসেন বলেন, এটা আপনারা তাকে (সেনাপ্রধান) জিজ্ঞাসা করবেন।

উল্লেখ্য, বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সবাইকে সতর্ক করে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সারাবাংলা/জেআর/ইআ

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

বিজ্ঞাপন

খুলনায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর