নওগাঁয় পালিত হলো গণতন্ত্র উৎসব
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬
নওগাঁ: নওগাঁয় গণতন্ত্র উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা চত্বরে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উপজেলা অডিটোরিয়ামে জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি ফজলুল হক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক কামাল হোসেন।
এসময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা অপরিসীম। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিতকরাসহ বিভিন্ন সচেতনতার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেগুলো প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এছাড়াও দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন সংগঠন ও যুব ফোরামের স্টল, যুবকদের উদ্যোগে নাটক পরিবেশন, গান, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, মক ভোটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রের চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা কার্যক্রমের উদ্দেশ্য যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এ উৎসবের আয়োজন করা হয়।
সারাবাংলা/এসআর