উ.কোরিয়া ১.৫ বিলিয়ন ক্রিপ্টো চুরি করেছে: এফবিআই
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯
উত্তর কোরিয়া দুবাই-ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট (By Bit) থেকে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার (১৮ হাজার ২৪৭ কোটি বাংলাদেশি টাকা সমমূল্য) মূল্যমানের ভার্চুয়াল সম্পদ ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার ডাকাতি বলে অভিহিত করেছে এফবিআই।
চুরি হওয়া এই সম্পদের কিছু অংশের মূল্যমান ইতোমধ্যেই কমে গেলেও, এটি আগের রেকর্ড ভেঙেছে। এর আগে ২০০৩ সালের ইরাক যুদ্ধের আগে স্বৈরশাসক সাদ্দাম হুসেইন দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে ১ বিলিয়ন ডলার লুট করেছিলেন। এ ঘটনা উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সাইবার অপরাধে সংশ্লিষ্টার ইঙ্গিত দিচ্ছে।
এফবিআই বুধবার (২৬ ফেব্রুয়ারি) জানায়, ‘ট্রেডার ট্রেইটর’ নামে পরিচিত উত্তর কোরিয়ার এই সাইবার কার্যক্রমের মাধ্যমে বাইবিট থেকে চুরি হওয়া ডিজিটাল সম্পদ ধীরে ধীরে মুদ্রায় রূপান্তর করা হবে। সংস্থাটি জানায়, তারা ইতোমধ্যেই কিছু চুরি করা সম্পদ বিটকয়েনে রূপান্তর করেছে। এই চুরি করা সম্পদ ধীরে ধীরে বৈধ মুদ্রায় রূপান্তর করা হবে।
উত্তর কোরিয়ার হ্যাকিং গ্রুপ ‘লাজারাস’ বিশ্বব্যাপী সাইবার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ‘বারব্যাড’ নামে পরিচিত। এই গ্রুপের মাধ্যমে সংগৃহীত অর্থ দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অর্থায়নে ব্যবহৃত হয় বলে ধারণা করা হয়।
ব্লকচেইন বিশ্লেষক সংস্থা চাইনালাইসিস জানায়, ২০২৪ সালে উত্তর কোরিয়ার হ্যাকাররা ১.৩ বিলিয়ন ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে, যা আগের বছর ২০২৩ সালে ৬৬০ মিলিয়ন ডলার ছিল।
ক্রিপ্টো চুরির পাশাপাশি, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র ও সৈন্য সরবরাহের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, প্রায় ১১ হাজার উত্তর কোরিয়ার সৈন্য রাশিয়ার সীমান্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে এবং নতুন করে আরও সেনা কুর্স্কের ফ্রন্টলাইনে পাঠানো হয়েছে।
দুবাই-ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট জানিয়েছে, বিশ্বের সেরা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সাহায্যের আবেদন করা হয়েছে, যাতে চুরি যাওয়া ১.৫ বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা সম্ভব হয়।
সারাবাংলা/এনজে