Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৮

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

কুড়িগ্রাম: জেলার ধরলা ব্রিজ পূর্ব পাড়ে ট্রলির নিচে চাপা পড়ে চালক নিজেই নিহত হয়েছেন। চালকের নাম আবুল হোসেন (৫৫)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে যাত্রাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালক আবুল হোসেন সদর উপজেলা ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত চালক ট্রলিতে করে আলু নিয়ে যাত্রাপুর যাচ্ছিলেন। এমন সময় ব্রিজের পূর্ব পাড়ে মোড় নিতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হাড়িয়ে তারই ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এইচআই

কুড়িগ্রাম সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

মেলার ২৭তম দিনে নতুন বই ১৭৬টি
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫১

আরো

সম্পর্কিত খবর