বগুড়ায় ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৩
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৩
বগুড়া: বগুড়ায় ট্রাকের চাপায় ইব্রাহিম (২৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম বগুড়া সদরের শেখপাড়া এলাকার বাসিন্দা। তিনি আসবাবপত্র তৈরির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে ইব্রাহিম বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্বিতীয় বাইপাস সড়কে ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যান।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এসআর