বিদায়বেলায় শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত তিতুমীর কলেজের অধ্যক্ষ
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাচ্ছেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল। বিদায়বেলায় শিক্ষার্থীদের অকুণ্ঠ ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কলেজের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষের জন্য বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ আবেগঘন মন্তব্য করে বলেন, আমার একটি ভালো বন্ধু আছে, তার নাম আন্তরিকতা।
বিদায়ী এই মুহূর্তে শিক্ষার্থীদের ভালোবাসায় অভিভূত হয়ে অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, ২০১১ সালের মার্চ মাসে আমি সরকারি তিতুমীর কলেজে যোগদান করি। ৩২ বছরের শিক্ষকতা জীবনে ছোট-বড় সব কাজকেই গুরুত্ব সহকারে দেখেছি। আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং শেষ দিন পর্যন্ত তাদের সাথেই আছি। যদি সুযোগ আসে, তবে বাকি জীবনটুকুও শিক্ষার্থীদের জন্যই কাজ করে যেতে চাই। আমার সমস্ত শ্রম, মেধা ও আত্মত্যাগ শিক্ষার্থীদের জন্য উৎসর্গিত।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশকে ভালোবাসো, কাজকে ভালোবাসো। তোমরা যে কাজই করো না কেন, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে করো তাহলেই সফলতা আসবে।
এই সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তোলার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হন তিনি। বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনিও আনন্দ ও আবেগী হয়ে পরেন।
উল্লেখ্য, অধ্যাপক শিপ্রা রানী মন্ডল পাঁচ মাস ১৮ দিন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সারাবাংলা/এমআর/এসএইচএস