তিতুমীর কলেজের বিদায়ী অধ্যক্ষকে বিএনসিসি’র গার্ড অফ অনার প্রদান
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২
সরকারি তিতুমীর কলেজের বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডলকে গার্ড অফ অনার প্রদান করেছে বাংলাদেশ বিএনসিসি ন্যাশনাল ক্যাডেট কোর, তিতুমীর কলেজ শাখা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অবসরজনিত বিদায় উপলক্ষে ক্যাডেট সদস্যরা তাকে এই সম্মাননা জানান। এছাড়াও তিতুমীর কলেজের ২২টি বিভাগ ও বিভিন্ন সংগঠন থেকে অধ্যক্ষকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনে অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করেছেন। ২০১১ সালে তিনি সরকারি তিতুমীর কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘ এই কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানের আলোতে আলোকিত করেছেন। যারা বর্তমানে দেশের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করছে।
বিদায় অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, সরকারি তিতুমীর কলেজ আমার হৃদয়ের খুব কাছের একটি প্রতিষ্ঠান। শিক্ষকতা জীবনে আমি সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও ভালো কাজে উদ্বুদ্ধ করেছি। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা ও ধৈর্যের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পরামর্শ দেন।
শিপ্রা রানী মণ্ডল বলেন, জ্ঞান অর্জনের কোনও বিকল্প নেই। তোমরা সবসময় শিখতে থাকবে, সত্য ও ন্যায়ের পথে থাকবে তাহলেই সফলতা আসবে। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সারাবাংলা/এমআর/এসএইচএস