Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ডেভিল হান্টে গ্রেফতার ৭৪৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০০

ঢাকা: সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১ হাজার ৬৫৭ জন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছেন এক হাজার ৬৫৭ জন। এছাড়া ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি শুটার গান, একটি কার্তুজ, দুইটি চাকু উদ্ধার করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এরই ধারাবাহিকতায় দেশ অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে

গ্রেফতার ডেভিল হান্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর