নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৩
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধায় সামাজিক যোগাযোগমাধ্য্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন সারজিস আলম। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি)।’
জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে জানানো হয়, নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি)।
জানা গেছে, নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম। এ ছাড়া, সদস্য সচিব পদে আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক পদে হান্নান মাসুদ, সালেহ উদ্দিন সিফাতকে দফতর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।
আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তরুণদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সেই সময় উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলামও। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ।
সারাবাংলা/এমএইচ/পিটিএম