নীলফামারীতে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪০
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪০
নীলফামারী: নীলফামারী ও পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে জব্দকৃত ফেনসিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা ও কোকেন ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের প্রায় দুই কোটি টাকা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী বিজিবি ৫৬ ব্যাটালিয়ানের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রংপুর সদর দফতরের রিজিওন কমান্ডার এস এম জাহিদুর রহমান, ঠাকুরগাঁও সদর দফতরের পিএসসি জি সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. মনিরুল ইসলাম, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, র্যাব-১৩, নীলফামারীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ও নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
সারাবাংলা/এইচআই