খুলনায় রমজানে গরু ও খাসির মাংসের দাম নির্ধারণ
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০১
খুলনা: রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গরু ও খাসির মূল্য নির্ধারণ করে দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে নগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ দাম নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার। সভায় কেসিসি প্রশাসক পবিত্র মাহে রমজানের গুরুত্ব অনুধাবন করে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অনুরোধ করেন।
তিনি বলেন, ‘আমাদের দেশে রোজার সময় দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হয়। যেখানে অন্যদেশে দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা হয়। দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজার রেখে ক্রেতাকে রশিদ দিতে হবে। বিক্রেতা যাতে পচাদ্রব্য বিক্রি না করে সেদিকে ব্যবসায়ীদের নজর রাখতে হবে। এ ছাড়া ক্রেতা যাতে অযথা হয়রানির শিকার না হন সেদিকেও খেয়াল রাখতে হবে।‘
সভায় রমজান উপলক্ষ্যে প্রতিকেজি খাসির মাংস ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ১৫০ টাকা এবং গরুর মাংস ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা বিক্রি নির্ধারণ করা হয়েছে।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দফতরের উপপরিচালক মো. ইউসুপ আলী, কেসিসি সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলিত দায়িত্ব) মশিউজ্জামান খান, বাজার সুপার শেখ শফিকুল হাসান, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-সহ নগরীর পাইকারী ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এইচআই