রাজধানীর শেওড়াপাড়ায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৮
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৮
ঢাকা: রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় প্রায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, রাত ২টার ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। এরপর আরও ৪টি গেলে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং আগুনে পুড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও জানা যায়নি।
সারাবাংলা/এমএইচ/এনজে