সেপ্টেম্বরে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান, এবার ভেন্যু কোথায়?
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৯
চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে মাঠের লড়াইয়ে পাকিস্তানকে পাত্তাই দেয়নি ভারত। দুবাইতে গ্রুপ পর্বের ম্যাচে বিজয়ী হয়েছে রোহিত শর্মার দল। এবার জানা গেল, আসন্ন সেপ্টেম্বরে এশিয়া কাপের ম্যাচে আবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি দুই দল। শুধু আইসিসি টুর্নামেন্টেই তাই দেখা যায় ভারত-পাকিস্তান দ্বৈরথ। ভারতের আপত্তির কারণেই এবার হাইব্রিড মডেলে হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। সেই দুবাইতেই গ্রুপ পর্বের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত।
চ্যাম্পিয়নস ট্রফি থেকে এরই মাঝে বিদায় নিয়েছে পাকিস্তান। তারা ভারতের বিপক্ষে আবার মাঠে নামবে আগামী সেপ্টেম্বরে। এবার টি-২০ ফরম্যাটে এশিয়া কাপের আয়োজক ভারত হলেও পাকিস্তানের আপত্তিতে সেটা সরিয়ে নেওয়া হতে পারে নিরপেক্ষে কোন ভেন্যুতে। ক্রিকবাজ বলছে, ভারত থেকে সরে গিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে আরব আমিরাত কিংবা শ্রীলংকাতে।
এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। ক্রিকবাজ বলছে, গতবারের মতো এবারও গ্রুপ পর্বেই দেখা হয়ে যাবে ভারত-পাকিস্তানের। দুই দল গ্রুপ পর্ব পেরোলে তাদের আবার দেখা হবে সুপার ফোরে। সেই বাধা পেরিয়ে ফাইনালে তৃতীয়বারের মতো মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারত-পাকিস্তানের।
সারাবাংলা/এফএম