চ্যাম্পিয়নস ট্রফি
শেষ ম্যাচ না জিতেও যেভাবে সেমিতে যেতে পারে আফগানিস্তান
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩০
অন্য গ্রুপের দুই সেমিফাইনালিস্ট অনেক আগে নিশ্চিত হলেও ‘বি’ গ্রুপের তিন দলের ভাগ্য এখনো ঝুলে রয়েছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান; তিন দলেরই রয়েছে সেমিতে ওঠার সম্ভাবনা। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আফগানরা। জিতলেই ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে পৌঁছে যাবে আফগানরা। এমনকি অজিদের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও থাকছে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা।
২ ম্যাচে সমান ৩ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আফগানরা। রান রেটে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আজ অজিদের বিপক্ষে নিজেদের মাচে জিতলেই সেমিতে চলে যাবে আফগানরা। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে আর তাকিয়ে থাকতে হবে না তাদের।
তবে লাহোরে হতে যাওয়া অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে থাকছে বৃষ্টির সম্ভাবনা। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও আফগানদের সামনে থাকছে সেমিতে যাওয়ার সম্ভাবনা। এই ম্যাচ পরিত্যক্ত হলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৪, তারা চলে যাবে সেমিতে। আফগানদের পয়েন্ট হবে ৩, দক্ষিণ আফ্রিকার পয়েন্টও এখন ৩।
দক্ষিণ আফ্রিকাকে টপকে আফগানদের সেমিতে যেতে হলে শেষ ম্যাচে ইংল্যান্ডকে বড় ব্যবধানের জয় পেতে হবে প্রোটিয়াদের বিপক্ষে। +২.১৪০ রান রেটে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকাকে যদি -০.৯৯০ রান রেটে থাকা আফগানদের পেছনে যেতে হয়, তাহলে ইংলিশদের বিপক্ষে বিশাল ব্যবধানেই হারতে হবে।
ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যদি ২০৭ রানের ব্যবধানে হারে, তাহলেই কেবল রান রেটে আফগানদের পেছনে পড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে দক্ষিণ আফ্রিকা।
সারাবাংলা/এফএম