Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: দলে দলে যোগ দিচ্ছেন মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৫

দলে দলে মানুষ যোগ দিতে আসছে নাগরিক পার্টির সমাবেশে।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আর ঘণ্টা কয়েক পর আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। আত্মপ্রকাশ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক আয়োজন। আর এই অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হবে এই অনুষ্ঠান। এতে থাকবেন ড. ইউনূস, সকল রাজনৈতিক দল এবং দেশ বিদেশের কূটনীতিকরাসহ আরও অনেকে। ইতোমধ্যে দল ঘোষণার জন্য বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞাপন

আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা যায়।

এদিকে, নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এ সময় তাদেরকে আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, জনতা-জনতা ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে আসা লোকজনের জন্য বিশুদ্ধু খাবার পানি এবং মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এলাকাজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

অনুষ্ঠানে আগতরা বলেন, ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করে আজ থেকে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। এখন থেকে সবাই বাংলাদেশের জন্য রাজনীতি করবেন। রাজনীতিকে অপব্যবহারের সুযোগ আর এদেশে তৈরি হবে না। আশা করি নতুন রাজনৈতিক দল এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সারাদেশ থেকে ছাত্র-জনতা আসতে শুরু করেছেন। আমরা আশা করছি সফলভাবে অনুষ্ঠান শেষ করতে পারবো।

জানা গেছে, তারুণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া, নতুন এই রাজনৈতিক দলে সব মিলিয়ে প্রথমে ১৫১ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে কমিটির আকার বাড়ানো হবে।

সারাবাংলা/এমএইচ/এমপি

জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল

বিজ্ঞাপন

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৪
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫০

আরো

সম্পর্কিত খবর