Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, বিমান ফিরে এলো ঢাকায়

স্পেশাল করেসপডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৬ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৬

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইট উড্ডয়নের এক ঘণ্টা পর মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা দেখা দেওয়ায় বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে না গিয়ে পুনরায় ঢাকায় ফিরে এসেছে।

বিমান সূত্র জানিয়েছে, অক্সিজেন স্বল্পতায় বিমানে থাকা যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। পরে প্লেনটিকে ওপর আকাশ থেকে নীচ আকাশে নামিয়ে এনে ঢাকায় ফেরানো হয়। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কেবিন প্রেসার কমে যাওয়ার সমস্যার কারণে মূলত প্লেনটিকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিমানটি শাহজালালে নিরাপদে অবতরণ করা হয়। বিমানটিতে যাত্রীর সংখ্যা সঠিক জানা না গেলেও অন্তত ২০০ যাত্রী ছিলেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে ফ্লাইটটি। ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইট বিজি-৩৮৮ ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ১২টায় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ঘণ্টাখানেক পর প্লেনটি যখন মিয়ানমারের আকাশে তখন হঠাৎ কেবিন প্রেসার কমে যায়। প্লেনে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার ওপর থেকে ওভারহেড মাস্ক বা অক্সিজেন মাস্ক নেমে আসে।

তারা আরও জানায়, ফ্লাইটটি তখন ২৫ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করছিল। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পাইলট পরিস্থিতি বুঝতে পেরে প্লেনটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে এনে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতির প্রায় এক ঘণ্টা পর দুপুর ২টায় বিমানটি নিরাপদে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

অবতরণের পর বিমানে থাকা সব যাত্রীকে টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য একটি অন্য বিমান বরাদ্দ করা হয়, যা তাদের ব্যাংকক পৌঁছানোর জন্য প্রস্তুত ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের সকল যাত্রী নিরাপদে আছেন এবং তাদের দুর্ভোগ দূর করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখায় যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সারাবাংলা/ইউজে/এইচআই

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ব্যাংককগামী একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন শিল্পকলার ডিজি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫

সাঙ্গ হলো প্রাণের মেলা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬

আরো

সম্পর্কিত খবর