Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে ‘জয় বাংলা’ লেখায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

জবি করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী তানজিল

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখার সময় নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। আটককৃত ছাত্রলীগ কর্মী নাম তানজিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা।

আটক হওয়ার পর তানজিল বলেন, ‘আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি। আমি নিজেই থেকেই এটা লিখেছি।’

ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার বলেন, ‘আমরা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মোবাইল দিচ্ছিলাম। এমন সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে আটক করেছি। আটক পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম এখনো চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করেছেন। এসব কাজের মাধ্যমে দেশে আবারো অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছেন।’

এ বিষয়ে জবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আটক যুবককে থানায় নিয়ে আসি। তাকে মোবাইল টীমের মাধ্যমে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে কথা বলে তাদের কাছে সোপর্দ করি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন শিল্পকলার ডিজি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫

সাঙ্গ হলো প্রাণের মেলা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬

আরো

সম্পর্কিত খবর