Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঢাকা: ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টিকে’ স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ স্বাগত জানান দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশে বহুদলীয় রাজনীতির বদলে দুই দলীয় ব্যবস্থা গড়ে উঠেছে, যাতে সামগ্রিক রাজনীতি নানা সমস্যায় নিপতিত হয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ এই সমস্যার একটা বিকল্প সমাধান হবে।’

বিজ্ঞাপন

নতুন রাজনৈতিক দলের তরুণ নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ইউনুছ আহমাদ বলেন, ‘রাজনীতি একটি কঠিন বিষয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিকের চরিত্র, বোধ-বিশ্বাস ও বোঝাপড়া একটি দেশের সামগ্রিক ভবিষ্যতকে প্রভাবিতক করে। একজন মেধাবী ও সৎ রাজনৈতিক একটি দেশের কল্যাণ নিশ্চিত করতে পারে যার নজির আমরা মালয়েশিয়া, সিংগাপুরসহ নানা দেশে দেখেছি।’

‘আবার একজন অসৎ রাজনীতিবিদ একটা দেশকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে তার প্রতিফল তো আমরা ভোগ করছি। এই বাস্তবতায় তরুণ প্রজন্মের এই রাজনৈতিক সংগঠন জাতিকে আশান্বিত করছে। আমরা জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতিতে স্বাগতম জানাচ্ছি’— বলেন ইউনুছ আহমাদ।

সারাবাংলা/এজেড/এইচআই

ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন শিল্পকলার ডিজি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫

সাঙ্গ হলো প্রাণের মেলা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬

আরো

সম্পর্কিত খবর