Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় প্রতিপক্ষের হামলায় মাংস বিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৪

মরদেহ। প্রতীকী ছবি

খুলনা: জেলার রূপসায় মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আরিফ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আইচগাতী ইউনিয়নের সেনের বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিহত আরিফ উপজেলার সেনের বাজার এলাকার রুবেলের মাংস দোকানে আসে। আরিফ রুবেল কসাইয়ের কাছে দীর্ঘদিন ধরে মাংস কেনাবেচা করে আসছিল। সেই সূত্রে ২ লাখ ৫০ হাজার টাকা রুবেলের নিকট পাওনা হয়। ওই টাকা চাইতে এলে রুবেল এবং আরিফের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আরিফকে প্রতিপক্ষরা ধারালো চাপাতি দিয়ে মাথায় সজোরে আঘাত করে। পরে আশপাশের লোকজন আরিফকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

খুলনা নিহত মাংস বিক্রেতা নিহত

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন শিল্পকলার ডিজি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫

সাঙ্গ হলো প্রাণের মেলা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬

আরো

সম্পর্কিত খবর