Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক দলে ফিরলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৫ ১২:০৫

ব্রাজিলের জার্সিতে ফেরার দ্বারপ্রান্তে নেইমার

ইনজুরির কারণে দীর্ঘ সময় জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি তাকে। ব্রাজিলের জার্সি গায়ে মাঠে ফেরার প্রথম ধাপটা অবশেষে পার করলেন নেইমার। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। সেই চোটের কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। গত বছরের শেষভাগে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় ফেরা হয়নি তার।

বিজ্ঞাপন

সৌদির ক্লাব আল হিলাল ছেড়ে এরই মাঝে ব্রাজিলের সান্তোসে ফিরেছেন নেইমার। শৈশবের ক্লাবের হয়ে নিয়মিত মাঠে নেমে দারুণ পারফর্ম করছেন তিনি। গোল, অ্যাসিস্টে বেশ কয়েকবার হয়েছেন ম্যাচসেরা।

সান্তোসের হয়ে এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে আবার ডাক পেলেন নেইমার। আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। সেখানে আছেন নেইমারও। এছাড়াও ৯ বছর পর ব্রাজিল স্কোয়াডে ফিরেছেন অস্কার।

মার্চের প্রথম সপ্তাহেই বাছাইপর্বের ম্যাচের জন্য ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। আগামী ২১ মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ২৬ মার্চ হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার মাঠে খেলবে সেলেসাওরা। এই মুহূর্তে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার ৫ম স্থানে আছে ব্রাজিল।

সারাবাংলা/এফএম

নেইমার বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর