Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ভোটার দিবস কাল

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১১:৪৭ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৪:০২

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আগামীকাল রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি পালনের কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎এবারের সপ্তম জাতীয় ভোটার দিবসটি উদযাপন উপলক্ষে নির্বাচন কমিশন সকাল সোয়া ৯টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এএমএম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সকল কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। এরপর সকাল ১১টায় নির্বাচন ভবনের বেইজমেন্টে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

‎ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক সারাবাংলাকে এসব তথ্য জানান। তিনি জানান, জাতীয় ভোটার দিবসে “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ স্নোগানকে সামনে রেখে এবারে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন।

‎সেই সঙ্গে আশাদুল হক বলেন, অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ভোটারদের মাঝে স্মার্টকার্ড দেওয়া হবে। এ জন্য জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে চার-ছয় জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রন জানানো হবে। এ ছাড়া র‍্যালিতে থাকবেন সেলিব্রেটিরাও।

‎অন্যদিকে ভোটার দিবসকে উপলক্ষে করে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রমও হাতে নেবে সংস্থাটি।

‎খসড়া তালিকা অনুযায়ী, দেশের বর্তমানে ভোটার সংখ্যা, ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এরমধ্যে, মোট পুরুষ ভোটার ছয় কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩, মোট নারী ভোটার ছয় কোটি তিন লাখ ৫২ হাজার ৪১৫ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৯৯৪ জন।

‎আগামীকাল জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। যে তালিকার ভিত্তিতেই হতে পারে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/ইআ

জাতীয় ভোটার দিবস নির্বাচন কমিশন (ইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর