Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১২:০৬ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৬:১১

জয়দেব চৌধুরী মাধব।

সিলেট: সিলেটে চাঁদা না দেওয়ায় দুই হকারকে তোলে নেওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে আন্দোলন করে ফুটপাতের হকারেরা। অবরোধের দুই ঘণ্টা পার হতে না হতেই বহিস্কার করা হয় মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে।

শুক্রবার ২৮ (ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন- সিলেটে যুবদল নেতার চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ

এর আগে, হকারদের নিকট থেকে চাঁদা দাবির অভিযোগ উঠে সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবের বিরুদ্ধে। এর প্রতিবাদে শুক্রবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন হকাররা। চাঁদা না দেওয়ায় মাধবের বিরুদ্ধে দুই হকারকে উঠিয়ে নেওয়ার অভিযোগও আনেন তারা।

সারাবাংলা/ইআ

চাঁদাবাজি যুবদল নেতা বহিষ্কার সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর