Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় রমজান মাসে ১০০ টাকায় মিলবে গরুর মাংস

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মার্চ ২০২৫ ১২:৪০

সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকায় কেনা যাবে গরুর মাংস

সাতক্ষীরা: আর একদিন পরেই শুরু হচ্ছে রমজান মাস। সাতক্ষীরায় রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে পাওয়া যাবে গরুর মাংস, দুধ ও ডিম। সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকার মাংসও কেনা যাবে।

শনিবার (১ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে দেখা যায় এমন দৃশ্য। পেছনে ব্যানার টানিয়ে কেউ মাংস কাটছেন, আবার কেউ বিক্রিতে ব্যস্ত।

সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

এ সময় জানানো হয়, মাসব্যাপী ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা কেজি দরে দুধ ও ৯ টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। যা সময়ের ব্যবধানে উঠানামা করতে পারে।

সারাবাংলা/এসডব্লিউ

রমজান মাস সাতক্ষীরা সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর