Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৫:৫৩ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৮:৫৪

নিহত শিশু আদিলুর রহমান আদিল

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় আদিলুর রহমান আদিল (১০) নামে এক বাইসাইকেল আরোহী শিশুর নিহত হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিল ঠাকুরপাড়া গ্রামের আশরাফুল ইসলাম বিশ্বাসের ছেলে। সে নওদা বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, আদিল বাইসাইকেল চালানোর সময় একটি গরু বোঝাই ট্রলি আদিলকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ট্রলির ধাক্কায় বাইসাইকেল আরোহী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখানো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

কুষ্টিয়া ট্রলিচাপায় শিশু নিহত সড়ক দুর্ঘটনা সাইকেল আরোহী শিশু নিহত সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর