নোয়াখালীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
১ মার্চ ২০২৫ ১৭:২৮ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৯:১৯
নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীতে নবম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মো. মাসুদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ) সকালে শহরের হাউজিং এলাকায় অচেতন অবস্থায় অপহৃত স্কুলছাত্রীকে ফেলে যায় অপহরণকারীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী।
গ্রেফতারকৃত যুবক মো. মাসুদ সদর উপজেলার রাজগঞ্জ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, স্কুলছাত্রীকে উদ্ধারে বিভিন্নস্থানে অভিযান চালায় পুলিশ। সকালে শহরের হাউজিং এলাকায় স্কুলছাত্রীর বোনের বাসার কাছাকাছি অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও পরিবারের লোকজন স্কুলছাত্রীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতলে ভর্তি করে।
পরিবারের ধারণা স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে। তার শরীরের বিভিন্নস্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে।
সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চৌধুরী প্রমোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মাসুদসহ তিনজনকে আসামি করে স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
সারাবাংলা/এসআর
অপহরণের পর ধর্ষণ ধর্ষণের অভিযোগে গ্রেফতার নোয়াখালী সারাবাংলা স্কুলছাত্রীকে অপহরণ